‘ওয়ার্ল্ড ব্রাদারহুড অব হিউজ ওমলেট’- এর সদস্যরা চার মিটার ব্যাসার্ধের একটি পাত্রে সাড়ে ছয় হাজার ডিমের ওমলেট তৈরি করছেন। জার্মান সীমান্তের কাছে মালমেডি শহরে এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানের জন্য ১০ হাজার মুরগির ডিম ব্যবহার করা হয়। ছবিটি স্থানীয় সময় ১৫ আগস্ট-২০১৭, মঙ্গলবার তোলা। ছবি : এএফপি