৮৫০ বছরের পুরোনো গথিক স্থাপত্যশৈলীর নিদর্শন ফ্রান্সের নটর ডেম ক্যাথেড্রালে সোমবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। দ্বাদশ ও ত্রয়োদশ—দুই শতক ধরে এটির নির্মাণকাজ চলে। অথচ আগুনে নিমেষে ভেঙে পড়ে ঐতিহ্যবাহী গির্জাটির অধিকাংশ। দুটি বেল টাওয়ার ও মূল কাঠামো রক্ষা করা গেলেও আগুনে গির্জার অনেক ক্ষয়ক্ষতি হয়। ছবিতে অগ্নিকাণ্ডের সময়ের বিভিন্ন মুহূর্ত। ছবি : রয়টার্স