ফিলিস্তিনি নার্স রাজান আল নাজার (২১) গুলিতে নিহতের ঘটনায় কান্নায় ভেঙে পড়েন স্বজন, সহকর্মীসহ হাজারো মানুষ। প্রত্যক্ষদর্শীরা জানান, গত শুক্রবার গাজা উপত্যকায় আহতদের সেবা করার সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে আল নাজার নিহত হন। ছবিটি শনিবার, ২ জুন-২০১৮ তোলা। ছবি : রয়টার্স