ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে বাঙ্কা বেলিতুং দ্বীপের দেপাতি আমির বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করা লায়ন এয়ারের একটি উড়োজাহাজ উড্ডয়নের পরই সাগরে বিধ্বস্ত হয়েছে। গতকাল সোমবার সাগরে বিধ্বস্ত হওয়া লায়ন এয়ারের উড়োজাহাজটিতে ১৮৯ জন যাত্রী ছিল। ধারণা করা হচ্ছে, ১৮৯ যাত্রীর কেউ বেঁচে নেই। উড়োজাহাটির বেশ কিছু ধ্বংসাবশেষ মিলেছে। স্বজনরা কান্নায় ভেঙে পড়েছেন এবং অনেকেই জাকার্তা বিমানবন্দরে ভিড় করছেন। ছবিটি আজ মঙ্গলবার, ৩০ অক্টোবর-২০১৮ তোলা। ছবি : রয়টার্স