রোহিঙ্গা নিধন, গণহত্যা ও নির্যাতনের দায়ে মিয়ানমারের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন পেশাজীবী নাগরিক। নিউইয়র্কে মিয়ানমার কনস্যুলেটের সামনে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন তাঁরা। দ্য হেগের ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার শুনানির শেষ দিন ওই সমাবেশের আয়োজন করা হয়। ছবি : শামীম আল আমিন, নিউইয়র্ক থেকে