ইথা বিশ্বের প্রথম সমুদ্রতলদেশীয় রেস্তোরাঁ, যা মালদ্বীপের রাঙ্গালি দ্বীপে অবস্থিত। সমুদ্রের ১৬ ফুট নিচে কনরাড মালদ্বীপ রাঙ্গালি আইল্যান্ড হোটেলে তৈরি করা হয় সম্পূর্ণ কাচে ঘেরা এই রোস্তোরাঁ। সমুদ্রের নোনা পানির কারণে যাতে এই রেস্তোরাঁ ক্ষয় হয়ে না যায়, এ জন্য স্টিলের কাঠামোর ওপর জিংক বা দস্তার কোটিং, অর্থাৎ প্রলেপ দেওয়া হয়েছে। এখানে ক্যাভিয়ার ও মালদ্বীপের গলদা চিংড়ি পরিবেশন করা হয়। সমুদ্রের নিচে ১৮০ ডিগ্রি প্যানরোমিক ভিউতে বসে খাবার খাওয়ার স্বাদ নিতে পারলে মন্দ হয় না। ছবি : সংগৃহীত