এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে দামি মোবাইল ফোনের আসনটি দখল করে রাখার পেছনে যুক্তিসংগত কারণ আছে ডায়মন্ড রোজ আইফোন ৪-এর। আট মিলিয়ন মার্কিন ডলার মূল্যের ফোনটির চারপাশে বসানো আছে ৫০০টি হীরা, যার ওজন সব মিলিয়ে ১০০ ক্যারেট। এ ছাড়া ফোনের পেছনে আইফোনের লোগোটি সজ্জিত করা হয়েছে আরো ৫৩টি হীরার টুকরা দিয়ে। এতেই শেষ নয়, ডায়মন্ড রোজের সামনের নেভিগেশন বাটনটি সম্পূর্ণ প্লাটিনামের তৈরি এবং এর ঠিক মাঝে বসানো আছে আট ক্যারেটের একটি মস্তবড় হীরা। এর বাংলাদেশি মূল্যমান প্রায় ৬২ কোটি টাকা। ছবি : সংগৃহীত