গুগল আইওর আদলে বাংলাদেশে গুগল আইও এক্সটেনডেড সম্মেলনের আয়োজন করেছে গুগল ডেভেলপারস গ্রুপ (জিডিজি) বাংলা। আইও এক্সটেনডেড বাংলাদেশের প্রচার সহযোগী হিসেবে রয়েছে এনটিভি অনলাইন। শুক্রবার ঢাকার কারওয়ান বাজারের টিসিবি ভবন মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। গুগল আইও এক্সটেনডেডের মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশে গুগলের কান্ট্রি মার্কেটিং কনসালট্যান্ট হাশমি রাফসাজানি। ছবি : মোহাম্মদ ইব্রাহিম