সম্প্রতি সৌদি চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হয়েছিল দুই সৌদি ক্লাব আল হিলাল ও আল নাসের। তবে, চোটের কারণে সেই ম্যাচে খেলা হয়নি ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের। যার ফলে রোনালদো-নেইমারকে একসঙ্গে খেলতে দেখার আক্ষেপ ভক্তদের। ভক্তদের সেই আক্ষেপ মিটেছে, মাঠে দেখা না হলেও মাঠের বাইরে সাক্ষাৎ হয়ে গেল এই দুই তারকার। গভীর রাতে বক্সিং দেখতে গিয়ে দেখা হয়ে যায় ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমারের। পুরো সময় জুড়ে দুজন বেশ হাসিখুশি ছিলেন। এক নজরে দেখে নিন দুই তারকাকে। ছবি : রোনালদোর ফেসবুক পেজ