রোমাঞ্চকর এক দ্বৈরথ দেখা গেল ইউএস ওপেনের পুরুষ এককের ফাইনালে। আজ সোমবার ফাইনালে রাফায়েল নাদাল ও দানিল মেদভেদেভের আগুনে লড়াইয়ের সাক্ষী হয় নিউইয়র্কের ফ্ল্যাশিং মেডোজ। এ লড়াইয়ে জয়ী হয়ে পুরুষ এককের চ্যাম্পিয়ন হন নাদাল। প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে ওঠা দানিলের বিপক্ষে ৭-৫, ৬-৩, ৫-৭, ৪-৬, ৬-৪ গেমে ম্যাচ জিতে নেন নাদাল। এ নিয়ে ক্যারিয়ারের ১৯তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জেতার স্বাদ পেলেন এই স্প্যানিশ তারকা। ছবি : সংগৃহীত