প্রথমবারের মতো ইউএস ওপেনের ফাইনালে উঠেই বাজিমাত করলেন বিয়াঙ্কা আন্দ্রেস্কু। ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়তে যাওয়া সেরেনা উইলিয়ামসের স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন হলেন ১৯ বছরের এই তরুণী। নারী এককে ২৩টি গ্র্যান্ড স্ল্যামজয়ী সেরেনাকে হারান ৬-৩, ৭-৫ সেটে। মারিয়া শারাপোভার পর প্রথম টিনএজার হিসেবে শিরোপা জয়ের কৃতিত্ব দেখালেন এই কানাডীয় টেনিস সেনসেশন। ছবি : রয়টার্স