১৯৯৪ সালে কনচিতা মার্তিনেসের পর প্রথম স্প্যানিশ নারী হিসেবে উইম্বলডনের খেতাব জিতেছেন গারবিন মুগুরুজা। স্প্যানিশ সুন্দরীর এটি দ্বিতীয় গ্র্যান্ড স্লাম। গত বছর ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন তিনি। কেবল টেনিস কোর্টেই নয়, ইতিমধ্যে ফ্যাশন আইকন হিসেবেও বেশ নাম কামিয়েছেন এই টেনিস তারকা। অ্যাডিডাস, রোলেক্স, মাদজাসহ বেশ কিছু পণ্যের দূতিয়ালি করছেন তিনি। স্পেনের হয়ে খেললেও মুগুরুজার জন্ম কিন্তু ভেনিজুয়েলাতে। ছবি : রয়টার্স