১৫ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে আবার কোর্টে ফিরছেন টেনিস সেনসেশন মারিয়া শারাপোভা। নিষিদ্ধ মাদক ‘মেলডনিয়াম’ গ্রহণের দায়ে তাঁকে ১৫ মাস নিষিদ্ধ করে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস। জার্মানির স্টুটগার্ট ওপেনে আজ ইতালির রবার্তো ভিঞ্চির মুখোমুখি হবেন টেনিস সুন্দরী শারাপোভা। ছবি : এএফপি