ইতিহাস গড়লেন ওসাকা ০৯ সেপ্টেম্বর, ২০১৮, ১৮:৩৮ আপডেট: ০৯ সেপ্টেম্বর, ২০১৮, ১৮:৩৮ ইউএস ওপেনে প্রথম জাপানি হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন নাওমি ওসাকা। টেনিসে ওসাকা সবসময় সেরেনা উইলিয়ামসকে তাঁর আদর্শ হিসেবে মানতেন এবং ফাইনালে প্রতিপক্ষ সেই সেরেনাকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। ছবিটি শনিবার, ৮ সেপ্টেম্বর-২০১৮ তোলা। ছবি : রয়টার্স ১ / ৮ ২ / ৮ ৩ / ৮ ৪ / ৮ ৫ / ৮ ৬ / ৮ ৭ / ৮ ৮ / ৮