মা হতে চলেছেন সেরেনা উইলিয়ামস। এই কারণে তিনি আগামী এক বছর কোর্টে থাকতে পারবেন না তিনি। গেল জানুয়ারিতেই যুক্তরাষ্ট্রের ধনাঢ্য ব্যবসায়ী বিশ্ববিখ্যাত রেডিট সংস্থার মালিক অ্যালেক্সি ওহানিয়ানের সঙ্গে বাগদান হয় সেরেনার। মাঠে দেখা না গেলেও সেরেনার দেখা মিলল নিউইয়র্কে। বিখ্যাত ডিজাইনার রেই কায়াকুবোর পোশাক প্রদর্শনী উৎসবের সঙ্গী ওহানিয়ানের সঙ্গে দেখা গেল অন্তঃসত্ত্বা সেরেনাকে। ছবি-রয়টার্স