জার্মানির লাস্যময়ী মডেল মেলানি রিকিঙ্গারের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছিলেন বায়ার্ন মিউনিখের সাবেক ডিফেন্ডার ক্রিস্টিয়ান লেল। কিন্তু একই সময়ে রিকিঙ্গারের সঙ্গে ঘনিষ্ঠতা হয় জার্মান মিডফিল্ডার মেসুত ওজিলের। হোয়াটসঅ্যাপে তাঁদের কিছু আলাপচারিতা ফাঁস হয়ে যাওয়ার পর লেলের সঙ্গে বিচ্ছেদ ঘটে রিকিঙ্গারের। কিন্তু আর্সেনালের তারকা ওজিলও ধরে রাখেননি রিকিঙ্গারকে। নতুন করে সম্পর্কে জড়িয়ে পড়েন জার্মানির আরেক মডেল ও গায়িকা ম্যানডি কাপ্রিস্তোর সঙ্গে। যদিও তাঁদের সম্পর্ক কোনো পরিণতির পথে যায়নি।ছবি ছবি : সংগৃহীত