নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী

Looks like you've blocked notifications!

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী। বেসামরিক শূন্য পদসমূহে ২০টি পদে মোট ৮৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য নারী ও পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারেন।

পদের নাম

জুনিয়র সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, উচ্চমান সহকারী, স্টোর হাউস সহকারী, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অ্যাসিস্ট্যান্ট মেশিনম্যান, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, টেলিফোন অপারেটর, সুকানি, মিডওয়াইফ, তন্দুরচী, ফায়ারম্যান, অফিস সহায়ক, লস্কর, বাবুর্চি, ওয়ার্ডবয়, গার্ডেনার, অদক্ষ শ্রমিক, খাকরব, মেস ওয়েটার এবং ওয়াসারম্যান।

পদসংখ্যা

২০টি পদে মোট ৮৬ জনকে নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা

যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পদার্থ/রসায়ন/বাংলা বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর পাসসহ উচ্চমাধ্যমিক/মাধ্যমিক/অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। মাইক্রোসফট অফিসে কাজের দক্ষতা থাকতে হবে।  অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল

জাতীয় বেতন স্কেল-২০১৫ (গ্রেড ১৩, ১৪, ১৬, ১৯ ও ২০) অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট আবেদন ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম ডাকযোগে নিম্নোক্ত ঠিকানায় পাঠাতে হবে।

ঠিকানা : পরিচালক, বেসামরিক কর্মচারী পরিদপ্তর, নৌবাহিনী সদর দপ্তর,  বনানী, ঢাকা-১২১৩।

আবেদন পাঠানোর শেষ তারিখ ৩১ ডিসেম্বর, ২০১৯

সূত্র : ইত্তেফাক, ৫ ডিসেম্বর, ২০১৯।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে