চাকরি প্রার্থীদের সিভি তৈরির কিছু গুরুত্বপূর্ণ টিপস

যেকোনো চাকরি প্রার্থীর প্রথম দর্শনের জন্য একমাত্র উপায় হলো তার সিভি। বিশ্বের বহুল পরিচিত জব পোর্টাল ইন্ডিড-এর একটি গবেষণায় দেখা গেছে যে, নিয়োগকর্তারা প্রতিটি সিভি দেখার জন্য ৬ থেকে ১৫ সেকেন্ড সময় নেয়। অর্থাৎ ক্যারিয়ারে সফলতার পুরোটাই নির্ভর করছে সেই ৬ থেকে ১৫ সেকেন্ডের উপর। গ্রাজুয়েশনের পর সিভির আদ্যোপান্তের ব্যাপারে কোনো সন্দেহ না থাকলেও কিছুটা ঘাটতির জন্য প্রতিটি চাকরির আবেদন বিফলে যায়। তাই...