সমন্বিত পাঁচ ব্যাংকের বাছাই পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১৫ হাজার ৯৮১ জন

Looks like you've blocked notifications!

সমন্বিত  পাঁচ ব্যাংকে ২০১৮ সাল ভিত্তিক অফিসার (ক্যাশ) পদে বাছাই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও বিএসসির সদস্য সচিব মোঃ সাঈদুর রহমান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সমন্বিত পাঁচ ব্যাংকের অফিসার (ক্যাশ) এর ১ হাজার ৫১১ টি শূন্য পদে বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১৫ হাজার ৯৮১ জন প্রার্থী। তাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৩ এপ্রিল, ২০২২ তারিখ সকাল ১০ টায়। ঢাকা উওর ও দক্ষিণ সিটি করপোরেশনের ৯ টি শিক্ষাপ্রতিষ্ঠানে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

লিখিত পরীক্ষার জন্য আলাদাভাবে কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না৷ বাছাই পরীক্ষার প্রবেশপত্র লিখিত পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে। প্রার্থীদের অবশ্যই কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

ফলাফল বিজ্ঞপ্তিতে