সমন্বিত ৫ ব্যাংকের অফিসার পদে বাছাই পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১৫,৪৪৮ জন
২০১৯ সাল ভিত্তিক সমন্বিত পাঁচ ব্যাংকের অফিসার (ক্যাশ) পদের বাছাই পরীক্ষার ফল ও লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও বিএসসির সদস্য সচিব মোঃ সাঈদুর রহমান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯ সাল ভিত্তিক সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের অফিসার (ক্যাশ) এর ১ হাজার ৪৩৯ টি শূন্য পদের বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১৫ হাজার ৪৪৮ জন প্রার্থী। তাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৮ মে। রাজধানীর ৮ টি শিক্ষাপ্রতিষ্ঠানে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
লিখিত পরীক্ষার জন্য নতুন করে প্রবেশপত্র ইস্যু করা হবে না৷ বাছাই পরীক্ষার প্রবেশপত্রই লিখিত পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে৷ প্রার্থীদের অবশ্যই কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
ফলাফল বিজ্ঞপ্তিতে