১০০ জনকে নিয়োগ দেবে গণ উন্নয়ন কেন্দ্র

Looks like you've blocked notifications!

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র। সংস্থাটিতে ‘উন্নয়ন সহযোগী (ক্ষুদ্র ঋণ কার্যক্রম)’ পদে মোট ১০০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম

উন্নয়ন সহযোগী (ক্ষুদ্র ঋণ কার্যক্রম)।

পদসংখ্যা

মোট ১০০ জন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। ক্ষুদ্রঋণ কর্মসূচীতে মাঠ পর্যায়ের কাজে ন্যূনতম ১ বছর অভিজ্ঞতা থাকতে হবে। তবে যাদের অভিজ্ঞতা নেই তারাও আবেদন করতে পারবে। অনূর্ধ্ব ৩৫ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

কর্মস্থল

সারা দেশ (প্রতিষ্ঠান নির্ধারিত)।

বেতন

বেতন ১২,৩৭০-২০,০০০/-টাকা। শিক্ষানবীশ কাল (৬ মাস) শেষে মূল্যায়নের ভিত্তিতে সংস্থার নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী সকল সুবিধা (বাৎসরিক ইনক্রিমেন্ট, গ্রাচ্যুইটি, বৈশাখী ভাতা, ২টি উৎসব ভাতা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড সহ ফ্রি আবাসন সুবিধা প্রদান করা হবে)

আবেদন প্রক্রিয়া

আগ্রহী যোগ্য প্রার্থীদের পূর্ণ জীবন বৃত্তান্ত, সদ্যতোলা দুইকপি পাসপোর্ট সাইজ ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, এনআইডি কাডের ফটোকপি সহ নিম্নোক্ত ঠিকানায় সরাসরি/ ডাক/ কুরিয়ার যোগে পাঠাতে হবে-

ঠিকানা: গণ উন্নয়ন কেন্দ্র (GUK)`র প্রধান কার্যালয়; নশরৎপুর, গাইবান্ধা-৫৭০০ অথবা সংস্থার ঢাকা কার্যালয়; বাড়ী নং-৯৫/এ, ফ্লোর নং-৮ ও ৯, সড়ক নং-৪, ব্লক-এফ বনানী, ঢাকা-১২১৩.

আবেদনের শেষ তারিখ

১০ মে, ২০২২।

সূত্র: বিডিজবস