১১৬ জনকে নিয়োগ দেবে বস্ত্র অধিদপ্তর

Looks like you've blocked notifications!

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়াধীন বস্ত্র অধিদপ্তর। বস্ত্র অধিদপ্তরে স্থায়ী এবং অস্থায়ী ভাবে ১৮টি ভিন্ন পদের বিপরীতে মোট ১১৬ জনকে নিয়োগ দেওয়া হবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 

পদের নাম

পরিদর্শক কারিগরি, কম্পিউটার অপারেটর, টেইলার মাস্টার, সাঁট লিপিকার-কাম-কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর, প্যাটার্ন ডিজাইনার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, স্টোরকিপার, ড্রাইভার, মেকানিকস, বয়লার অপারেটর, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, নিরাপত্তাপ্রহরী, অফিস সহায়ক ও মালি।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর/ স্নাতক/  উচ্চমাধ্যমিক/ মাধ্যমিক / অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা বিভিন্ন পদে জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য অভিজ্ঞতা ও কম্পিউটার দক্ষতা থাকতে হবে। ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব-৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

বেতন

বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা অনলাইনে (http://dotr.teletalk.com.bd) আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

২৮ ফেব্রুয়ারি, ২০২১।

সূত্র :  বস্ত্র অধিদপ্তর

বিস্তারিত বিজ্ঞপ্তিতে