১৩৯ জনকে নিয়োগ দেবে শিল্প মন্ত্রণালয়

Looks like you've blocked notifications!

শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৪২টি ভিন্ন পদের বিপরীতে মোট ১৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। পদগুলোতে নারী ও পুরুষ  প্রার্থীরা  আবেদন করতে পারবেন। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদসংখ্যা

সর্বমোট ১৩৯ জন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক/ স্নাতকোত্তর পাস সহ উচ্চমাধ্যমিক/মাধ্যমিক/অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য কম্পিউটার চালনায় দক্ষতা ও উক্ত পদের কাজের অভিজ্ঞতা প্রয়োজন। ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। তবে কিছু কিছু পদে ৩৯ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

বেতন

বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের অনলাইনের (http://bscic.teletalk.com.bd) মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদনের শেষ তারিখ

৭ এপ্রিল, ২০২১।

সূত্র : ইত্তেফাক, ৫ মার্চ, ২০২১।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে