১৫০ জনকে নিয়োগ দেবে ডিজিকন টেকনোলজিস
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/01/08/digicon_0.jpg)
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডিজিকন টেকনোলজিস লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘বিপিও ট্রেইনি’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। নারী ও পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম
বিপিও ট্রেইনি।
পদসংখ্যা
মোট ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাসসহ ডিপ্লোমা পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর কম্পিউটারে সাধারণ জ্ঞান ও যোগাযোগ দক্ষতা থাকতে হবে। ন্যূনতম ২১ থেকে অনূর্ধ্ব ৩২ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।
কর্মস্থল
ঢাকা।
বেতন
আলোচনা সাপেক্ষে।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন অথবা প্রয়োজনীয় সকল কাজগপত্র সঙ্গে নিয়ে প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার (সরকারি ছুটির দিন ব্যতীত) নিম্নোক্ত ঠিকানায় সকাল ১১:৩০ মিনিটে উপস্থিত হয়ে সরাসরি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন।
ঠিকানা: মিরপুর-১২, সফুরা ট্রেড সেন্টার, ৫ম তলা, আড়ং বিল্ডিং।
আবেদনের শেষ তারিখ
১৯ জানুয়ারি, ২০২৩।
সূত্র : বিডিজবস