৩১ জনকে নিয়োগ দেবে কর কমিশনারের কার্যালয়, ঢাকা

Looks like you've blocked notifications!

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে কর কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। কর কমিশনারের কার্যালয়ের বৃহৎ করদাতা ইউনিট, ঢাকা-এর অধীনে  আটটি পদে মোট ৩১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহ  ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

পদের নাম

কম্পিউটার অপারেটর, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, ব্যক্তিগত সহকারী, উচ্চমান সহকারী, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর/ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গাড়িচালক ও অফিস সহায়ক।

পদসংখ্যা

আটটি পদে সর্বমোট ৩১ জনকে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর/ স্নাতক/ সমমান ডিগ্রিধারীসহ উচ্চ মাধ্যমিক/ মাধ্যমিক/ অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবে। কিছু কিছু পদের জন্য কম্পিউটার চালনায় দক্ষতা ও উক্ত পদের জন্য কাজের অভিজ্ঞতার প্রয়োজন আবশ্যক। সকল পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ হতে অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে।

বেতন  স্কেল

বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ১৩ থেকে ২০তম গ্রেডে বেতন ভাতা দেওয়া হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের অনলাইনের (http://ltutax.teletalk.com.bd) মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদনের সময়সীমা

অনলাইনের মাধ্যমে আবেদন ও ফি প্রদান শুরু হবে ১৬ ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০টায় এবং শেষ হবে ৮ মার্চ, ২০২০ বিকেল ৫টায়।

সূত্র : www. ltubd.org

বিস্তারিত বিজ্ঞপ্তিতে