১১৩ জন বেসামরিক কর্মচারী নিয়োগ বাংলাদেশ নৌবাহিনীতে

Looks like you've blocked notifications!

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী। ২৯ ধরনের বেসামরিক পদে ১১৩ জন প্রকৃত বাংলাদেশি নাগরিককে এই নিয়োগ দেওয়া হবে।

পদসমূহ
ক্যামেরাম্যান একজন, জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদে দুজন, কম্পিউটার অপারেটর পদে ছয়জন, উচ্চমান সহকারী পদে তিনজন, স্টোর হাউস সহকারী পদে চারজন, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে একজন, সহকারী এক্সামিনার পদে চারজন, ক্যাশিয়ার পদে একজন, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদে তিনজন, নার্স পদে দুজন, ক্রেন ড্রাইভার (ক্লাস-১) পদে তিনজন, ফর্ক লিফট ড্রাইভার পদে একজন, লিডিং ফায়ারম্যান পদে দুজন, ফায়ার ইঞ্জিন ড্রাইভার পদে পাঁচজন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে পাঁচজন, ডাটা এন্ট্রি অপারেটর পদে দুজন, স্টোরম্যান তিনজন, টেলিফোন অপারেটর তিনজন, মুয়াজ্জিন দুজন, ক্রেন ড্রাইভার (ক্লাস-২) পদে সাতজন, আয়া তিনজন, এমটি ক্লিনার ছয়জন, ফায়ারম্যান তিনজন, অফিস সহায়ক ১০ জন, বাবুর্চি দুজন, ওয়ার্ডবয় একজন, গার্ডেনার সাতজন, অদক্ষ শ্রমিক ১২ জন, খাকরব পদে নয়জনকে এই নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা
পদগুলোতে আবেদনের জন্য পদমর্যাদা অনুযায়ী প্রার্থীদের অষ্টম শ্রেণি পাস থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পাস পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এ ছাড়া পদের ভিত্তিতে বিজ্ঞপ্তিতে উল্লেখিত অন্যান্য বিষয়েও যোগ্যতাসম্পন্ন হতে হবে।

বয়স
প্রার্থীর বয়স ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি অনুযায়ী ১৮ থেকে ৩০ পর্যন্ত হতে হবে। এ ছাড়া মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন
পদমর্যাদা অনুযায়ী নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে প্রতি মাসে আট হাজার ২৫০ থেকে ৩০ হাজার ৩২০ টাকা পর্যন্ত।

আবেদন প্রক্রিয়া
বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুযায়ী আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সংশ্লিষ্ট কাগজপত্রসহ নিয়ম অনুসারে পে-অর্ডার সংযুক্ত করতে হবে। আগামী ৮ ফেব্রুয়ারি, ২০১৭ তারিখের মধ্যে ‘পরিচালক, বেসরকারি কর্মচারী পরিদপ্তর, নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা-১২১৩’ ঠিকানায় আবেদনপত্র ডাকযোগে পাঠাতে হবে। 

বিস্তারিত দেখুন দৈনিক যুগান্তর পত্রিকায় ১৮ জানুয়ারি, ২০১৭ প্রকাশিত বিজ্ঞপ্তিতে :