অভিজ্ঞতা ছাড়াই ব্র্যাকে নিয়োগ, বেতন ১৫,৯০০ টাকা

Looks like you've blocked notifications!

বিশ্বের বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির শিক্ষা কর্মসূচিতে মাঠপর্যায়ে কাজ করতে আগ্রহী ও যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের মাঠ সংগঠক পদে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনের সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের ফল থাকতে হবে।

বয়স

আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ৩২ বছর।

বেতন

নিয়োগপ্রাপ্তদের প্রতি মাসে ১৫ হাজার ৯০০ টাকা বেতন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

ডাকযোগে আবেদন করতে হবে। সব প্রাতিষ্ঠানিক শিক্ষা ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবিসহ মোবাইল নম্বর উল্লেখপূর্বক জীবনবৃত্তান্ত পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদন পাঠানোর ঠিকানা ‘ব্র্যাক মানবসম্পদ বিভাগ, আরডিএ সেকশন, ব্র্যাক সেন্টার (পঞ্চম তলা), ৭৫ মহাখালী, ঢাকা-১২১২’। আবেদনপত্র ও খামের ওপর আবেদনকৃত পদের নাম এবং ‘AD# ০৭/১৭’ উল্লেখ করতে হবে। আবেদন করা যাবে ১৯ এপ্রিল, ২০১৭ পর্যন্ত।

বিস্তারিত দেখুন দৈনিক বাংলাদেশ প্রতিদিনে ৬ এপ্রিল, ২০১৭ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিতে :