উচ্চমাধ্যমিক পাসেই মার্কিন দূতাবাসে নিয়োগ, বেতন ৫০ হাজার টাকা
জনবল নিয়োগ দেবে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ‘অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লার্ক বা ডিসপ্যাচার’ পদে এই নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
উচ্চমাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রশাসনিক কাজ বা গ্রাহক সেবা প্রদানের কাজে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার চালনায় পারদর্শিতা, বিশেষত মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন চালনায় এবং ডাটা এন্ট্রির কাজে পারদর্শী হতে হবে। এ ছাড়া বাংলা ও ইংরেজি ভাষায় কথা বলা, লেখা ও পাঠ করায় দক্ষতা (লেভেল- তিন) থাকতে হবে।
বেতন
নিয়োগপ্রাপ্তদের প্রতি মাসে ৫০ হাজার টাকা বেতন দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
ইউনিভার্সাল অ্যাপ্লিকেশন ফর এমপ্লয়মেন্ট (ইউএই) ফরমে (ফরম ডিএস-১৭৪) আবেদন করতে হবে। ফরমটি পাওয়া যাবে মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে (bd.usembassy.gov/)। ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ডাকযোগে বা সরাসরি আবেদন করা যাবে। আবেদন পাঠানোর ঠিকানা ‘সাউথ ব্যারিয়ার, ইউএস অ্যামবাসি, ঢাকা’। আবেদন করার সুযোগ থাকছে ১২ এপ্রিল, ২০১৭ পর্যন্ত।
মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির অংশবিশেষ দেখে নিন :
সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি পাবেন এই লিংকে : bit.ly/2nzJlrE