অক্সফামে ইন্টার্নশিপ করার সুযোগ, বেতন প্রতি কর্মদিবসে ৫০০ টাকা

Looks like you've blocked notifications!

শিক্ষার্থীদের ইন্টার্নশিপ করার সুযোগ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক সংস্থা অক্সফাম। প্রতিষ্ঠানটির এমপাওয়ার ইয়থ ফর ওয়ার্ক, আইসিটি অ্যান্ড ডেভেলপমেন্ট, পিপল অ্যান্ড কালচার (এইচআর) প্রোগ্রামে তিন থেকে ছয় মাসের জন্য ইন্টার্নি নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা
সমাজবিজ্ঞান, কলা, সাংবাদিকতা বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আইইসি এবং বিসিসি মেটারিয়াল উন্নয়ন এবং অনুবাদে পারদর্শী হতে হবে। ফটোশপ, মুভি মেকার, গ্রাফিকস ডিজাইন ইত্যাদি সফটওয়্যার চালনায় দক্ষতা থাকতে হবে। পাশাপাশি সমস্যা সমাধানে সক্ষম, সময় ব্যবস্থাপনায় দক্ষ এবং বাংলা ও ইংরেজি ভাষায় লিখিত ও মৌখিক যোগাযোগে দক্ষতা থাকতে হবে। এ ছাড়া বিজ্ঞপ্তিতে উল্লেখিত অন্যান্য বিষয়ে দক্ষ হতে হবে।

বেতন
নিয়োগপ্রাপ্তদের ইন্টার্নশিপকালীন প্রতি কর্মদিবসে দুপুরের খাবার ও যাতায়াত ভাতা বাবদ ৫০০ টাকা করে দেওয়া হবে। 

আবেদন প্রক্রিয়া
অক্সফামের ওয়েবসাইট (jobs.oxfam.org.uk/) থেকে প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন ২৬ এপ্রিল, ২০১৭ বিকেল ৫টা পর্যন্ত।

বিস্তারিত বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেখে নিন।