অষ্টম শ্রেণি পাসেই নৌবাহিনীতে চাকরি
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী। নৌবাহিনীর বেসামরিক সাংগঠনিক কাঠামোভুক্ত ১৫তম গ্রেডের ‘মোটরগাড়ি চালক (এমটিডি)’ পদে ৭৮ জন এই নিয়োগ পাবেন। শুধু বিজ্ঞপ্তিতে উল্লেখিত জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে সব জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।
যোগ্যতা
অষ্টম শ্রেণি অথবা জুনিয়র স্কুল সার্টফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি ভারী যানবাহন চালানোর লাইসেন্স এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স
প্রার্থীদের বয়স অনূর্ধ্ব-৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন
নিয়োগপ্রাপ্তরা প্রতি মাসে নয় হাজার ৭০০ থেকে ২৩ হাজার ৪৯০ টাকা পর্যন্ত বেতন পাবেন।
আবেদন প্রক্রিয়া
বিজ্ঞাপনের সঙ্গে সংযুক্ত আবেদনের নমুনা ফরমে আবেদন করতে হবে। প্রার্থীদের পূরণকৃত আবেদনপত্র ও বিজ্ঞপ্তিতে উল্লেখিত প্রয়োজনীয় কাগজপত্রসহ ডাকযোগে আবেদন করতে হবে। আবেদন করার ঠিকানা ‘পরিচালক, বেসামরিক কর্মচারী পরিদপ্তর, নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা-১২১৩’। আবেদন করা যাবে ৮ জুন-২০১৭ তারিখ পর্যন্ত।
বিস্তারিত দেখে নিন দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় ১৩ মে-২০১৭ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিতে :