জাতীয় জাদুঘরে ১১ পদে নিয়োগ

Looks like you've blocked notifications!

বাংলাদেশ জাতীয় জাদুঘর ও প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণাধীন শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালায় জনবল নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটি মোট ১১টি পদে নিয়োগ দেবে।

বাংলাদেশ জাতীয় জাদুঘরে প্রশাসনিক কর্মকর্তা, ফিল্ম এডিটর, সহকারী অডিটরিয়াম ম্যানেজার (অস্থায়ী), সাউন্ড রেকর্ডিস্ট, ফটোগ্রাফার, স্টেজ সহকারী, ইলেকট্রিশিয়ান, সাউন্ড অপারেটর (অস্থায়ী), লাইট অপারেটর (অস্থায়ী) ও এয়ারকন্ডিশন অপারেটর (অস্থায়ী) পদে একজন করে নিয়োগ দেবে। আর ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালায় অস্থায়ী ভিত্তিতে একজন ইলেকট্রিশিয়ান নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

বিজ্ঞপ্তিতে চাওয়া প্রতিটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা চাকরিপ্রার্থীকে পূরণ করতে হবে।

আবেদন প্রক্রিয়া

আবেদনকারীকে জনপ্রশাসন মন্ত্রণালয় নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনপত্র জাতীয় জাদুঘরের ওয়েবসাইট (www.bangladeshmuseum.gov.bd) থেকে ডাউনলোড করা যাবে।  আবেদনপত্র অবশ্যই ডাকযোগে পাঠাতে হবে। হাতে হাতে, কুরিয়ার সার্ভিস কিংবা অন্য কোনো উপায়ে আবেদনপত্র গ্রহণ করা হবে না।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা : মহাপরিচালক, বাংলাদেশ জাতীয় জাদুঘর, শাহবাগ, ঢাকা-১০০০।

আবেদনের শেষ তারিখ

আগামী ২৯ আগস্টের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে।

আরো বিস্তারিত জানতে দেখুন (www.bangladeshmuseum.gov.bd)।