১৯ পদে সেনাবাহিনী সদর দপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
সেনাবাহিনী সদর দপ্তরের ক্যাডেট কলেজগুলোয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কলেজগুলোতে ১৪ পদে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে।
পদের নাম
কেয়ারটেকার, প্লাম্বার, পেইন্টার, সহকারী প্লাম্বার, সহকারী কার্পেন্টার, মুয়াজ্জিন, সহকারী ম্যাশন, বাবুর্চি, অফিস সহায়ক, হাউস বেয়ারার (পুরুষ), বাস হেলপার, সহকারী বাবুর্চি, গ্রাউন্ডসম্যান, পরিচ্ছন্নতাকর্মী।
যোগ্যতা
প্রতিটি পদের জন্য আলাদা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা চাওয়া হয়েছে। ৩০ সেপ্টেম্বর, ২০১৭ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
গাজীপুর, শরীয়তপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, জয়পুরহাট, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, রংপুর, গাইবান্ধা, নড়াইল, বরিশাল, ভোলা, ঝালকাঠি, চাঁদপুর, চট্টগ্রাম, নীলফামারী, পটুয়াখালী ও বরগুনা ছাড়া অন্য সবল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বেতন
বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আবেদন করতে পারবেন। আবেদনপত্র ‘অধ্যক্ষ, ফৌজদারহাট ক্যাডেট কলেজ’ এই ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনের সময়সীমা
আবেদন করা যাবে আগামী ২৬ অক্টোবর, ২০১৭ পর্যন্ত।
সূত্র : দৈনিক ইত্তেফাক (০৫/১০/২০১৭)