নতুনদের চাকরি দেবে বাংলাদেশ ব্যাংক

Looks like you've blocked notifications!

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটি ‘সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার’ পদে ১৮ জনকে নিয়োগ দেবে। সব বাংলাদেশি নাগরিক পদটির জন্য আবেদন করতে পারবেন।

পদের নাম

সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদে এই নিয়োগ দেওয়া হবে।

পদসংখ্যা

সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদে ১৮ জনকে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন সিস্টেমস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের ক্ষেত্রে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। আবেদনের জন্য ২ ডিসেম্বর, ২০১৮ তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যেকোনো জায়গায় নিয়োগ দেওয়া হবে।

বেতন

জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর অনুযায়ী ২২০০০-৫৩০৬০ টাকা প্রদান করা হবে।

আবেদনের প্রক্রিয়া

প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের (www.erecruitment.bb.org.bd) মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ

অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে আগামী ২৬ ডিসেম্বর, ২০১৮ তারিখ পর্যন্ত।

সূত্র : বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট

বিস্তারিত বিজ্ঞপ্তিতে