মার্কেটিংয়ে ক্যারিয়ার গড়ুন আবুল খায়ের টোব্যাকোতে
মার্কেটিংয়ে আকর্ষণীয় ক্যারিয়ার গড়ে তোলার সুযোগ দিচ্ছে আবুল খায়ের টোব্যাকো কোম্পানি লিমিটেড। তামাকজাত পণ্য বাজারজাতকরণের উদ্দেশ্যে অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার পদে লোকবল নিয়োগ করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ন্যূনতম স্নাতক বা সমমান পাস, স্মার্ট, চটপটে, ভালো উপস্থাপনায় দক্ষ প্রার্থীদের সরাসরি ওয়াক-ইন-ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ দেওয়া হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী ঢাকা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে ২৮ অক্টোবর-২০১৫ তারিখে এবং রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য নির্ধারণ করা হয়েছে ২৯ অক্টোবর-২০১৫ তারিখ।
দৈনিক প্রথম আলোতে ১৯ অক্টোবর-২০১৫ তারিখে প্রকাশিত মূল বিজ্ঞাপনটি দেখুন।