২২টি পদে বাংলাদেশ কোস্টগার্ডে চাকরি
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত বাংলাদেশ কোস্টগার্ড মোট ২২টি পদে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
পদগুলোর মধ্যে স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর পদে তিনজন, ড্রাফটসম্যান (গ্রেড-২) পদে একজন, ইউডিএ বা কম্পিউটার অপারেটর পদে পাঁচজন, স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর পদে তিনজন, অটোমেকানিক পদে চারজন; নার্সিং সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে দুজন; স্টোরকিপার পদে দুজন ও অফিস সহকারী পদে একজনকে নিয়োগ দেওয়া হবে।
আবেদনকারীদের বয়স আগামী ২৫ নভেম্বর-২০১৫ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত গ্রহণযোগ্য হবে। বাংলাদেশ সরকার অনুমোদিত বেতনক্রম অনুযায়ী নির্বাচিত প্রার্থীরা বেতন ও ভাতা পাবেন।
আবেদনের শেষ তারিখ ২৫ নভেম্বর-২০১৫।
দৈনিক জনকণ্ঠ পত্রিকায় ২৬ অক্টোবর-২০১৫ তারিখে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :