বাংলালিংকে চাকরির সুযোগ
টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বাংলালিংক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রোডাক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার, চার্জিং ইঞ্জিনিয়ার ও ডাটা সায়েন্টিস্ট পদে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি।
প্রোডাক্ট ডেভলপমেন্ট ম্যানেজার
প্রোডাক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার পদে আবেদনের জন্য প্রয়োজন হবে ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি। এ ছাড়া প্রার্থীদের প্রোগ্রামিং, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ডেপ্লয়মেন্ট, মেইনটেইনেন্সসহ অন্যান্য সংশ্লিষ্ট কাজে ছয় থেকে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদন করা যাবে ৭ নভেম্বর, ২০১৫ তারিখ পর্যন্ত।
বিস্তারিত তথ্যের জন্য বাংলালিংকের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন।
চার্জিং ইঞ্জিনিয়ার
ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স অথবা টেলিকমিউনিকেশনে বিএসসি ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। সঙ্গে প্রয়োজন হবে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা। তবে সংশ্লিষ্ট কাজে যাদের এক বছরের অভিজ্ঞতা আছে, তারা নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন ৭ নভেম্বর, ২০১৫ তারিখ পর্যন্ত।
বিস্তারিত তথ্যের জন্য বাংলালিংকের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন।
ডাটা সায়েন্টিস্ট
গণিত, পরিসংখ্যান, কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রিধারী অথবা ইঞ্জিনিয়ারিং পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন এই পদে। যাঁরা এসব ডিগ্রির পাশাপাশি এমবিএ সম্পন্ন করেছেন, তাঁরা নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। এ ছাড়া সংশ্লিষ্ট কাজে তিন থেকে চার বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে। আবেদনের শেষ তারিখ ৪ নভেম্বর, ২০১৫ পর্যন্ত।
বিস্তারিত তথ্যের জন্য বাংলালিংকের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন।
সব পদের জন্য অনলাইনে সরাসরি আবেদন করা যাবে http://banglalink.bdjobs.com/ এই ঠিকানায়।