৬১১ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী

Looks like you've blocked notifications!

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বিভিন্ন গণমাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৬৪ টি পদে মোট ৬১১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী বাংলাদেশি নাগরিকরা আবেদন করতে পারেন।

পদের নাম

৬৪টি পদে নিয়োগ দেওয়া হবে।

পদসংখ্যা

সর্বমোট ৬১১ জনকে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাসসহ উচ্চমাধ্যমিক/মাধ্যমিক/ অষ্টম শ্রেণি/পঞ্চম শ্রেণি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য অভিজ্ঞতা আবশ্যক।  

বেতন

জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী বিভিন্ন পদের জন্য বিভিন্ন গ্রেড বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের সদ্যতোলা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সকল শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন সনদ, নাগরিকত্বের সনদপত্রসহ চারিত্রিক সনদপত্র সংযুক্ত করে আবেদন করতে হবে। সব পদের বিপরীতে পদের সর্ব ডান পার্শ্বের কলামে আবেদন পাঠানোর ঠিকানা উল্লেখ করা আছে। এ ছাড়া  আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।

আবেদনের শেষ তারিখ

আবেদনের শেষ তারিখ ২২ আগস্ট, ২০১৯।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ২৬ জুলাই, ২০১৯।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে