ই-লাইব্রেরিতে নিয়োগ দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

Looks like you've blocked notifications!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ই-লাইব্রেরিতে একজন সিস্টেম অ্যানালিস্ট ও একজন প্রোগ্রামার নিয়োগ দেওয়া হবে। পদগুলোতে আবেদনের বিস্তারিত :

সিস্টেম অ্যানালিস্ট

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন সিস্টেম অ্যানালিস্ট পদে। এ ছাড়া নেটওয়ার্ক ও আইটিসি-সংক্রান্ত কাজে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নিয়োগপ্রাপ্ত প্রার্থী বেতন পাবেন ৩১ হাজার ২৫০ টাকা। অনূর্ধ্ব ৪৫ বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন আগামী ১৭ নভেম্বর-২০১৫ তারিখ পর্যন্ত।

বিস্তারিত তথ্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :

প্রোগ্রামার

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি অথবা ফলিত পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান বা অঙ্ক বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের প্রোগ্রামিংয়ে দুই বছরের অভিজ্ঞতা এবং ওয়েব অ্যাপ্লিকেশন ডিজাইন, লিনাক্স ও উইন্ডোজ নেটওয়ার্কে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। পদটির জন্য বেতন দেওয়া হবে সর্বসাকল্যে ২৯ হাজার ৭০০ টাকা। ৪০ বছর বা এর কম বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন আগামী ১৭ নভেম্বর-২০১৫ তারিখ পর্যন্ত।

বিস্তারিত তথ্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :

সূত্র : ডেইলি স্টার