নিয়োগ দিচ্ছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স
ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (এইচআর), ডেপুটি চিফ ফিন্যান্স অফিসার, মেম্বার সেক্রেটারি (শরিয়াহ) ও ওয়েব ডেভেলপার পদে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (এইচআর)
এইচআরএমে এমবিএ অথবা পিজিডিএইচআরএমসহ স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন এই পদে। এ ছাড়া প্রয়োজন হবে ১৫ বছরের কর্মঅভিজ্ঞতা। আবেদনের বয়সসীমা সর্বোচ্চ ৫০ বছর।
ডেপুটি চিফ ফাইন্যান্স অফিসার
বয়স সর্বোচ্চ ৪৫ বছর এবং এফসিএ অথবা এসিএ ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের সংশ্লিষ্ট কাজে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
মেম্বার সেক্রেটারি (শরিয়াহ)
প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রিধারী ও কামিল বা দাখিল-ই-হাদিস পাস সার্টিফিকেট প্রয়োজন হবে এই পদে আবেদনের জন্য। পাশাপাশি কর্মক্ষেত্রে আট বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে। আবেদনকারীদের বয়স অনূর্ধ্ব ৪০ বছর হতে হবে।
ওয়েব ডেভেলপার
সিএসই অথবা কম্পিউটার সায়েন্স বিএসসি ডিগ্রি এবং কর্মক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতার প্রয়োজন হবে ওয়েব ডেভেলপার পদে আবেদনকারীদের। আবেদনের বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর।
সব পদের জন্য আবেদন করা যাবে ১৯ নভেম্বর-২০১৫ তারিখ পর্যন্ত।
বিস্তারিত তথ্যের জন্য ডেইলি স্টার পত্রিকায় ৬ নভেম্বর-২০১৫ তারিখে (পৃষ্ঠা-৮) প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :