৫৩ জনকে নিয়োগ দেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

Looks like you've blocked notifications!

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের শূন্য পদসমূহে সরাসরি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ‘হিসাবরক্ষক’ পদে মোট ৫৩ জনকে নিয়োগ দেওয়া হবে। মহিলা ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহ  ও  যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

পদের নাম

হিসাবরক্ষক।

পদসংখ্যা

মোট ৫৩ জন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

হিসাবরক্ষক পদে আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো প্রতিষ্ঠান থেকে বাণিজ্য বিভাগে ন্যূনতম স্নাতক অথবা সমমান পাস হতে হবে। প্রার্থীর তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অনূর্ধ্ব ৩০ বছর পর্যন্ত আবেদন করা যাবে।

বেতন-ভাতা

বেতন ১২৫০০-৩০,২৩০/- টাকা (গ্রেড ১১)।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের ঠিকানা (http://dnc.teletalk.com.bd)।

আবেদনের শেষ তারিখ

অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হবে ২২ সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০টা থেকে এবং শেষ হবে ১৫ অক্টোবর, ২০১৯  বিকেল ৫টায়।

সূত্র : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওয়েবসাইট।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে