চিনি ও খাদ্য শিল্প করপোরেশনে ১০০ পদে চাকরি
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন ১০০ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অধীনে উৎপাদিত চিনি বিক্রয়ের জন্য পদগুলোতে অস্থায়ী ভিত্তিতে (তিন মাস) বিক্রয়কর্মী নিয়োগ দেওয়া হবে।
ন্যূনতম এসএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন বিক্রয়কর্মী পদে। বিক্রয় সংক্রান্ত কাজে পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনের জন্য বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে সর্বসাকল্যে সাত হাজার ৫০০ টাকা।
আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ২৭ নভেম্বর- ২০১৫ তারিখে সকাল ১০টায় ‘চিনিশিল্প ভবন, ৩ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা’ ঠিকানায় উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
বিস্তারিত জানতে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ১২ নভেম্বর-২০১৫ তারিখে (পৃষ্ঠা-৬) প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :