বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে চাকরির সুযোগ
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ ২৯ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরমধ্যে সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা পদে একজন, সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদে একজন, টেকনিশিয়ান পদে দুজন, জুনিয়র টেকনিশিয়ান পদে সাতজন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে দুজন, ইলেকট্রিশিয়ান পদে একজন, ড্রাইভার পদে দুজন, ল্যাব অ্যাটেনডেন্ট পদে আটজন, অফিস সহায়ক পদে দুজন, নিরাপত্তা প্রহরী পদে দুজন এবং পরিচ্ছন্নতাকর্মী পদে একজনকে নিয়োগ দেওয়া হবে।
আবেদনকারীদের বয়স ১ নভেম্বর-২০১৫ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর। পদগুলোতে প্রার্থীদের অস্থায়ীভিত্তিতে নিয়োগ দেওয়া হলেও পরে স্থায়ী করার সম্ভাবনা রয়েছে।
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন আগামী ৩ ডিসেম্বর-২০১৫ তারিখ পর্যন্ত। নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করা যাবে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের ওয়েবসাইট http://bcsir.gov.bd ঠিকানা থেকে।
শিক্ষাগত যোগ্যতা, বেতন ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে দৈনিক সমকাল পত্রিকায় ১৯ নভেম্বর -২০১৫ তারিখে (পৃষ্ঠা-৭) প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :