একমি গ্রুপে লোকবল আবশ্যক
একমি গ্রুপের প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ফিল্ড এক্সিকিউটিভ (সেলস ম্যানেজমেন্ট ডিভিশন) পদে দক্ষতাসম্পন্ন কিছুসংখ্যক প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিফার্ম বা এমফার্ম পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পদটিতে শুধু পুরুষ প্রার্থীদের আবেদনের জন্য আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া আবেদনকারীদের বয়স অনূর্ধ্ব ৩০ বছর এবং মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে। নির্বাচিতদের বাংলাদেশের যেকোনং জেলায় নিয়োগ দেওয়া হতে পারে।
আবেদন প্রক্রিয়া
ফিল্ড এক্সিকিউটিভ পদে কাজ করতে ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন ‘হেড অব এইচআর, একমি ল্যাবরেটরিজ লিমিটেড, কোর্ট ডি লা একমি, ১/৪ কল্যাণপুর, মিরপুর, ঢাকা-১২০৭’ ঠিকানায়। এ ছাড়া আবেদন করা যাবে career@acmeglobal.com ইমেইল ঠিকানার মাধ্যমে। প্রার্থীরা আবেদন করতে পারবেন আগামী ১৫ ডিসেম্বর ২০১৫ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে একমি ল্যাবরেটরিজ লিমিটেড কর্তৃক প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :
সূত্র : বিডিজবস ডটকম