সারা দেশে ট্রেনিং কো-অর্ডিনেটর নিয়োগ দেবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত রিচিং আউট অব স্কুল চিলড্রেন (রস্ক) প্রকল্পে ট্রেনিং কো-অর্ডিনেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদটিতে প্রতিটি উপজেলায় একজনকে প্রকল্পকালীন নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। তবে বিএড বা এমএড ডিগ্রিধারী প্রার্থীকে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনকারীদের বয়স ৭ ডিসেম্বর-২০১৫ তারিখে অনূর্ধ্ব ৪০ বছর এবং কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। নিয়োগপ্রাপ্তদের বাংলাদেশের যেকোনো উপজেলায় নিয়োগ দেওয়া হতে পারে।
বেতন
পদটিতে মাসিক বেতন দেওয়া হবে ২০ হাজার টাকা। এ ছাড়া পাঁচ হাজার টাকা যাতায়াত ভাতা এবং সঙ্গে বার্ষিক উৎসব ভাতা দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীরা প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ২৩ ডিসেম্বর-২০১৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
বিস্তারিত জানতে ডেইলি স্টার পত্রিকায় ১০ ডিসেম্বর-২০১৫ তারিখে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :