সৌদি আরবে শিক্ষক নিয়োগ দেবে বাংলাদেশ
প্রাইমারি শিক্ষা বোর্ড এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সৌদি আরবের রিয়াদে অবস্থিত এই শিক্ষাপ্রতিষ্ঠানে ছয়টি বিষয়ে সিনিয়র শিক্ষকসহ মোট ১৩ জনকে নিয়োগ দেওয়া হবে।
পদগুলোর মধ্যে পদার্থবিজ্ঞান বিষয়ে দুজন, গণিতে দুজন, জীববিজ্ঞানে একজন, প্রাণিবিজ্ঞানে একজন, ইংরেজিতে একজন এবং কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি পদে দুজন সিনিয়র শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া অ্যাকাডেমিক কো-অর্ডিনেটর পদে একজন, প্রশাসনিক কর্মকর্তা পদে একজন এবং হিসাব রক্ষক পদে একজন নিয়োগ পাবেন।
নিয়োগপ্রাপ্তদের মাসিক মূল বেতন lদুই হাজার ১৫০ রিয়াল দেওয়া হবে। ১০ বছর পর্যন্ত প্রতি বছর ৬০ রিয়াল করে বেতন বৃদ্ধি পাবে। এ ছাড়া যাতায়াত ভাতা বাবদ ২০০ রিয়াল, প্রবাসকালীন ভাতা বাবদ ২০০ রিয়াল, চিকিৎসা ভাতা বাবদ ১০০ রিয়ালসহ আবাসন ভাতা ও অন্যান্য ভাতা প্রদান করা হবে।
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন bis-sa@outlook.com এর মাধ্যমে। আবেদন করা যাবে আগামী ১৪ ডিসেম্বর-২০১৫ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে দৈনিক ইত্তেফাক পত্রিকায় ৭ ডিসেম্বর-২০১৫ তারিখে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন: