ব্র্যাক ব্যাংকে বিভিন্ন পদে জনবল আবশ্যক

Looks like you've blocked notifications!

ব্র্যাক ব্যাংক লিমিটেড বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট পাঁচটি পদে বেশ কিছু লোক নিয়োগ দেওয়া হবে। পদগুলোতে আবেদনের জন্য বিস্তারিত :

সিনিয়র রিলেশনশিপ অফিসার বা রিলেশনশিপ অফিসার বা অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার

যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। এ ছাড়া আবেদনকারীদের সেলস ও ক্লায়েন্ট সার্ভিসে দক্ষতা থাকতে হবে। পদটিতে বাংলাদেশের যেকোনো জেলায় নিয়োগ দেওয়া হতে পারে।

বিস্তারিত জানতে ব্র্যাক ব্যাংক লিমিটেড কর্তৃক প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :

ক্রেডিট অ্যানালিস্ট

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি প্রার্থীদের দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নির্বাচিতরা নিয়োগ পাবেন বাংলাদেশের যেকোনো জেলায়। 

বিস্তারিত জানতে ব্র্যাক ব্যাংক লিমিটেড কর্তৃক প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :

ক্রেডিট ম্যানেজার

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি প্রার্থীদের তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নির্বাচিতরা নিয়োগ পাবেন বাংলাদেশের যেকোনো জেলায়। 

বিস্তারিত জানতে ব্র্যাক ব্যাংক লিমিটেড কর্তৃক প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :

সিনিয়র ম্যানেজার বা ম্যানেজার—সেলস গভর্ন্যান্স বা এমআইএস

ন্যূনতম স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা ছাড়াও ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট ও এ-সংক্রান্ত সফটওয়্যারে দক্ষ হতে হবে।

বিস্তারিত জানতে ব্র্যাক ব্যাংক লিমিটেড কর্তৃক প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :

সিনিয়র ম্যানেজার বা ম্যানেজার—সেলস

ন্যূনতম স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে। পদটিতে বাংলাদেশের যেকোনো স্থানে নিয়োগ দেওয়া হতে পারে।

বিস্তারিত জানতে ব্র্যাক ব্যাংক লিমিটেড কর্তৃক প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :

আবেদন প্রক্রিয়া

আবেদনের জন্য পদের নাম উল্লেখ করে প্রার্থীর পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, একটি পাসপোর্ট আকৃতির ছবি ও জাতীয় পরিচয়পত্র নম্বরসহ আবেদন পাঠাতে হবে—হিউম্যান রিসোর্স বিভাগ, ব্র্যাক ব্যাংক লিমিটেড, ১ গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা-১২১২ ঠিকানায়। এ ছাড়া আবেদনপত্র বিষয়ে পদের নাম উল্লেখ করে মেইল (hr@bracbank.com) করতে পারবেন। আবেদন করা যাবে ১৬ জানুয়ারি-২০১৬ তারিখ পর্যন্ত।

সূত্র : বিডিজবস ডটকম