ছয় ধরনের পদে নিয়োগ দেবে আল-আরাফাহ ইসলামী ব্যাংক

Looks like you've blocked notifications!

আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড ছয় ধরনের পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদগুলোতে আবেদনের জন্য বিস্তারিত :

কল বা কন্ট্রাক্ট সেন্টার ওয়ার্কফোর্স ম্যানেজমেন্ট স্টাফ

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি আবেদনকারীদের সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পদটিতে আবেদন করা যাবে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ওয়েবসাইটের (http://www.al-arafahbank.com/job_detail.php?jid=97) মাধ্যমে ৩১ জানুয়ারি-২০১৬ তারিখ পর্যন্ত।

কল বা কন্ট্রাক্ট সেন্টার কল প্রসেসিং স্টাফ

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি ও সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র জমা দিতে পারবেন ৩১ জানুয়ারি-২০১৬ তারিখ পর্যন্ত।  আবেদন করা যাবে  আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ওয়েবসাইটের (http://www.al-arafahbank.com/job_detail.php?jid=98) মাধ্যমে।

কল বা কন্ট্রাক্ট সেন্টার, আইপিটি টেকনিক্যাল ম্যানেজমেন্ট স্টাফ

সিএসই, ইই, আইসিটি বা এ সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি  স্নাতক পাস এবং আইসিটিতে দুই বছরের অভিজ্ঞতাসহ মোট পাঁচ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন।  পদটিতে আবেদন করা যাবে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ওয়েবসাইটের (http://www.al-arafahbank.com/job_detail.php?jid=99) মাধ্যমে ৩১ জানুয়ারি-২০১৬ তারিখ পর্যন্ত।

কল বা কন্ট্রাক্ট সেন্টার, আইপিটি টেকনিক্যাল সাপোর্ট স্টাফ

সিএসই, ইই, আইসিটি বা এ সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পদটির জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না। আবেদন করা যাবে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ওয়েবসাইটের (http://www.al-arafahbank.com/job_detail.php?jid=100) মাধ্যমে ৩১ জানুয়ারি-২০১৬ তারিখ পর্যন্ত।

কল বা কন্ট্রাক্ট সেন্টার, আইভিআর বা ভিআরইউ ম্যানেজমেন্ট স্টাফ

সিএসই, ইই, আইসিটি বা এ সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক পাস এবং পাঁচ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র জমা দিতে পারবেন ৩১ জানুয়ারি-২০১৬ তারিখ পর্যন্ত।  আবেদন করা যাবে  আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ওয়েবসাইটের (http://www.al-arafahbank.com/job_detail.php?jid=101) মাধ্যমে।

টেকনিক্যাল সাপোর্ট অফিসার

সিএসই, ইই, আইসিটি বা এ সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক পাস এবং দুই বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র জমা দিতে পারবেন ৩১ জানুয়ারি-২০১৬ তারিখ পর্যন্ত।  আবেদন করা যাবে  আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ওয়েবসাইটের (http://www.al-arafahbank.com/job_detail.php?jid=101) মাধ্যমে।