গ্রামীণফোন-বাংলালিংকে চাকরির সুযোগ

Looks like you've blocked notifications!

উচ্চ বেতন ও আকর্ষণীয় সুযোগ-সুবিধার জন্য সবাই চান টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলোতে ক্যারিয়ার গড়তে। আর তাঁদের জন্যই রয়েছে দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠান গ্রামীণফোন ও বাংলালিংকে চাকরির সুযোগ। তো দেখে নিন, এ চাকরিগুলো সম্পর্কে বিস্তারিত :

গ্রামীণফোন
স্পেশালিস্ট বা সিনিয়র স্পেশালিস্ট—ফাইন্যান্সিয়াল অডিট পদে নিয়োগ দেবে গ্রামীণফোন। অ্যাকাউন্টিং, ফিন্যান্স অথবা ব্যবসায় শিক্ষা থেকে স্নাতকসহ সিএ বা সিপিএ সম্পন্নকারীরা আবেদন করতে পারবেন। তবে সিআইএ ডিগ্রিধারী প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। এ ছাড়া আবেদনকারীদের সংশ্লিষ্ট কাজে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহী প্রার্থীরা পদটিতে আবেদন করতে পারবেন গ্রামীণফোনের ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন করা যাবে ২০ এপ্রিল-২০১৬ তারিখ পর্যন্ত।

বাংলালিংক
হেড অব কোর নেটওয়ার্ক প্ল্যানিং পদে বাংলালিংকে নিয়োগ দেওয়া হবে। আবেদন করতে পারবেন ইইই বা সিএসই থেকে বিএসসি পাস প্রার্থীরা। এ ছাড়া আবেদনকারীদের ন্যূনতম ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পদটিতে নিয়োগ দেওয়া হবে রাজধানী ঢাকায়। পদটিতে আবেদন করতে হবে বাংলালিংকের ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন করা যাবে ১৭ এপ্রিল-২০১৬ তারিখ পর্যন্ত।