চাকরির সুযোগ এশীয় উন্নয়ন ব্যাংকে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ব্যাংকটির দক্ষিণ এশীয় বিভাগে ‘প্রিন্সিপাল কান্ট্রি স্পেশালিস্ট’ নিয়োগ দেওয়া হবে। নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে বাংলাদেশের রাজধানী ঢাকা।
যোগ্যতা
ইকোনমিকস, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক পলিসি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে বিশেষায়িত অভিজ্ঞতা থাকলে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা যেতে পারে। এ ছাড়া প্রার্থীদের বিভিন্ন দেশে উন্নয়ন বা ব্যক্তিমালিকানা প্রতিষ্ঠানে ন্যূনতম ১২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি আবেদনকারীদের বাংলা ও ইংরেজিতে দক্ষতা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা এশীয় উন্নয়ন ব্যাংকের ওয়েবসাইটের (bit.ly/2bU3KhO) মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ১ সেপ্টেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।