অভিজ্ঞতা ছাড়াই ওয়াইল্ড টিমে চাকরি, বেতন ৯২ হাজার
বাংলাদেশে ‘ওয়াইল্ড টিম’ নামটা বেশ পরিচিত হয়ে উঠেছে। বর্তমানে সুন্দরবনের বাঘ ও তাদের বাসস্থান রক্ষার জন্য প্রতিষ্ঠানটি কাজ করছে। এ লক্ষ্যে ‘ইউএস এইডস বেঙ্গল টাইগার কনজারভেশন অ্যাক্টিভিটি’ শীর্ষক একটি প্রকল্প হাতে নিয়েছে তারা।
সম্প্রতি প্রতিষ্ঠানটি জনবল নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ‘পেট্রলিং স্পেশালিস্ট’ পদে খুলনা বিভাগে নিয়োগ দেবে তারা। দেখে নিন আবেদনের জন্য বিস্তারিত :
যোগ্যতা
সংশ্লিষ্ট বিষয় থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া বাংলা ও ইংরেজিতে পারদর্শী এবং উপস্থাপনায় দক্ষ হতে হবে। প্রার্থীদের স্থানীয় আইনপ্রয়োগকারী সংস্থার সঙ্গে সম্পর্ক রক্ষায় দক্ষতা সম্পন্ন হতে হবে।
আবেদন প্রক্রিয়া
প্রার্থীরা তাঁদের জীবনবৃত্তান্ত এবং পদটিতে চাকরি করতে আগ্রহ ও যোগ্যতা উল্লেখ করে অনূর্ধ্ব ৫০০ শব্দের একটি কভার লেটার পাঠাতে পারবেন hr@wild-team.org ই-মেইল ঠিকানায়। আবেদন করা যাবে ১৬ অক্টোবর, ২০১৬ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :